কন্যাশ্রী প্রকল্পকে নকল করেছে কেন্দ্রের বেটি বাঁচাও বেশি পড়াও প্রকল্প :নুসরাত জাহান
personek nojor
April 12, 2019
0
share
বসিরহাটে তৃতীয় দফা দ্বিতীয় দিনের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান এর প্রচার শুরু হাড়োয়ার খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের লালন মেলার মাঠে কর্মীদের নিয়ে বৈঠক ও জনসভা এরপর করবেন দেগঙ্গার হামাদামা মাঠে ছিলেন উত্তর 24 পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী হাড়োয়া বিধায়ক হাজী নুরুল ইসলাম মিনাখা বিধায়ক ঊষা রানী মণ্ডল ব্লক সভাপতি শফিক আহমেদ জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ও সঞ্জয় বিশ্বাস পঞ্চায়েত প্রধান নুরুল ইসলাম ও তরিকুল আলম বাপি ।শুক্রবার দুপুর বারোটা নাগাদ লালন মেলা মাঠে নুসরাত জাহানের কর্মী বৈঠক ও জনসভা। খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের সহ বিভিন্ন পঞ্চায়েতের নেতাকর্মীরা এই বৈঠকে হাজির হন। হাড়োয়া রাজ্যের মধ্যে রাজনৈতিক সমীকরণ একটা পথ দেখায়। বহু সংগ্রামের লড়াইয়ের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। বারবার রাজ্যের মধ্যে রক্তাক্ত হয়েছে হাড়োয়া। অতীতে এই বিধানসভা বিধানসভা তৃণমূল কর্মী নেতাদের প্রাণ দিয়েছে। আর তার সাক্ষী রাখতে সংগ্রামের কথা মনে করিয়ে দিতে হাড়োয়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলনেত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ।তার লড়াই-সংগ্রাম একবার মনে করিয়ে দিতে তার আলোকচিত্র বিভিন্ন সময় বহু সংগ্রামের চিত্র তুলে দিল হাড়োয়ার নেতা থেকে কর্মীরা। মনে করিয়ে দিল নেত্রীর সংগ্রামের কথা এই ছবি ফটো পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। প্রার্থী নুসরাত জাহান এরপর তিনি হাড়োয়ার শতাব্দীপ্রাচীন পীর গোরাচাঁদ এর মাজারে যান। এদিন তিনি বলেন আমি ছবি পেয়ে ধন্য আপ্লুত। ওনার লড়াই-সংগ্রামের আদর্শ নিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকব এবং উন্নয়ন কাজ করে যাবো। কেন্দ্র সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের এক হাত নিয়ে তিনি বলেন কন্যাশ্রী প্রকল্পের বাংলা নকল করে তিনি এই প্রকল্পের করেছেন। কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বদরবারে সুনাম অর্জন করেছে।