-->

বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা

বাংলার কথা NEWS 24X7
0



বাগদা জগদীশ পুর গ্রামে  এক বিজেপি কর্মীর বাড়ি থেকে ৬ টি বোমা উদ্ধার করল বাগদা থানার পুলিশ । উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার   ভোরে  জগদীশ পুরের  বিষ্ণুপদ রায় (৪২) বাড়িতে হানা দিয়ে তার রান্না ঘর থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার করে l এবং বিষ্ণুপদ রায় কে গ্রেপ্তার করে l বাগদা বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপদ রায়কে নিজেদের কর্মী বলে দাবি করে l

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!