-->

ট্রেনে বর্ষবরণ উৎযাপন

বাংলার কথা NEWS 24X7
0




 আজ সকালে ৭:৩০ মিনিটের বনগাঁ মাঝের হাট লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করেছিল । ট্রেনটিকে ভালো করে ফুল দিয়ে সাজায় তারা l নিত্যযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করে এবং যাত্রিদের সতর্ক করে l যেমন, ট্রেন লাইন এ দাঁড়িয়ে সেলফি তুলবেন না l গেটে ঝুঁকবেন না l কানে হেড ফোন দিয়ে লাইন পারাপার করবেন না l মদ্যপান করে গেটে দাড়াবেন না ইত্যাদি । নিত্যযাত্রীরা এই দিনটার অপেক্ষায় থাকে সারা বছর । এবছর তাদের ১৪ তম বর্ষ l নিত্যযাত্রীরা এই অনুষ্ঠানে ট্রেনের মধ্যে গান, আবৃত্তি উপস্থাপন করেন l

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!