আগামী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পর্ব সম্পন্ন করবার দাবিতে আজ উত্তরচব্বিশ পরগনা জেলা শাসকের দফতরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের সদস্যরা।তাদের দাবি বিগত দিনের অভিজ্ঞতার বশবর্তী হয়েই তাদের এই পদক্ষেপ। জেলা শাসক দপ্তর থেকে তাঁদের আশ্বাস দিয়েছেন বলে জানান । তারা আরো বলেন কেন্দ্রীয় বাহিনী বুথে না থকলে আন্দলনের পথে যাবেন।

