বনগাঁ টাউন কালী মন্দিরে পুজো দিয়ে শুক্রবার বেলা ১১ টা নাগাদ প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ তার সঙ্গে পুজো দিতে দেখা গেল রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুট মণি বাবুকে ৷পুজো শেষে একটি হুডখোলা গাড়িতে করে করে বনগাঁ শহর পরিক্রমা করেন তারা। ডঙ্কা, বাজিয়ে , পতাকা হাতে প্রায় দুই হাজার বিজেপি মতুয়ারা র্যালি তে পা মেলান।
প্রচারে বনগাঁর বিজেপি প্রার্থী
April 05, 2019
0
বনগাঁ টাউন কালী মন্দিরে পুজো দিয়ে শুক্রবার বেলা ১১ টা নাগাদ প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ তার সঙ্গে পুজো দিতে দেখা গেল রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকুট মণি বাবুকে ৷পুজো শেষে একটি হুডখোলা গাড়িতে করে করে বনগাঁ শহর পরিক্রমা করেন তারা। ডঙ্কা, বাজিয়ে , পতাকা হাতে প্রায় দুই হাজার বিজেপি মতুয়ারা র্যালি তে পা মেলান।

