-->

মেলার মাঠে বৃষ্টির জল জমে বন্ধ দোকান, বিক্ষোভ দোকানদারদের

বাংলার কথা NEWS 24X7
0


     গতকাল রাতে বৃষ্টির ফলে ঠাকুরনগর মেলার মাঠে জল জোমে আছে।  খরিদ্দার যেতে পড়ছে না দোকানে। কিন্তু মেলা কমিটির পক্ষ থেকে কোন পরিষেবা পাচ্ছে না দোকানদারেরা।  এই অভিযোগে ক্ষুব্ধ দোকানদাররা বিক্ষোভ দেখাতে থাকে মমতা ঠাকুরের বাড়ির সামনে।  পরবর্তীতে শান্তুনু ঠাকুরের কাছে সু- ব্যবস্থা করবার দাবি নিয়ে দরবার করে দোকানদাররা। শান্তুনু নিজে মেলার মাঠ পরিদর্শন করে দাবি করে মমতা ঠাকুর দোকানদারদের টাকা ফিরিয়ে দিক।  অন্যদিকে মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ধ্যানেশ নারায়ন গুহ বলেন প্রাকৃতিক দুর্যোগের কারনে জল জমেছে আমরা দোকানদারদের পঞ্চাশ শতাংশ টাকা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জমা জল সরানো ব্যাবস্থা করছি।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!