খাস জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল এপিডিআর কর্মী-সমর্থকদের।রবিবার সন্ধ্যাবেলায় গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে এ.পি.ডি.আর এর তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয় । কিন্তু বিডিও অফিস ও গাইঘাটা থানা সূত্রে ওই পথসভা অনুমতি ছিল না বলে বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যাবার পর যখন তারা গাড়িতে করে ফিরছিলেন সেই সময় যারা খাস জমি দখল করেছেন, সেই সব প্রমোটার এবং তাদের আত্মীয়-স্বজন মিলে এই এপিডিআর কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। তাদের গাড়ি ভাঙচুর হয় এবং এ.পি.ডি.আর কর্মীদের গায়ে মাথায় বুকে আঘাত লাগে। তারা তারা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে দাবি করেছেন অপর পক্ষতারাও থানায় আভিযোগ করেছেন
খাস জমি দখল করাকে কেন্দ্র করে মারধোর
April 08, 2019
0
খাস জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হল এপিডিআর কর্মী-সমর্থকদের।রবিবার সন্ধ্যাবেলায় গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে এ.পি.ডি.আর এর তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয় । কিন্তু বিডিও অফিস ও গাইঘাটা থানা সূত্রে ওই পথসভা অনুমতি ছিল না বলে বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যাবার পর যখন তারা গাড়িতে করে ফিরছিলেন সেই সময় যারা খাস জমি দখল করেছেন, সেই সব প্রমোটার এবং তাদের আত্মীয়-স্বজন মিলে এই এপিডিআর কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। তাদের গাড়ি ভাঙচুর হয় এবং এ.পি.ডি.আর কর্মীদের গায়ে মাথায় বুকে আঘাত লাগে। তারা তারা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে দাবি করেছেন অপর পক্ষতারাও থানায় আভিযোগ করেছেন
Tags

