-->

প্রথম ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করলো কিং ইলেভেন পাঞ্জাব

বাংলার কথা NEWS 24X7
0

রাজস্থান রয়েল কে হারিয়ে  প্ৰথম খেলায় ২ পয়েন্ট ছিনিয়ে নিলো কিং ইলেভেন পাঞ্জাব । প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে  ১৮৪ রানের টার্গেট দেয় পাঞ্জাব । এদিন পাঞ্জাবের হয়ে ৪৭ বলে  ৭৯ রান করে ক্রিস গেইল ।  পাঞ্জাবের  ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে  ২০ ওভারে ৯ উইকেটের বিনিময় ১৭০ রান করে রাজস্থান । রাজস্থানের  হয়ে  ৪৩ বলে ৬৯ রান করেন  জস বাটলার  । এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ক্রিস গেইল।


আজ আইপিএল এর পঞ্চম খেলায়  রাত ৮ টায়  মুখোমুখি হবে  দিল্লী ক্যাপিটাল বনাম চেন্নাই সুপার কিং

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!