-->

রঙের ছটা লাগুক সকলের জীবনে

বাংলার কথা NEWS 24X7
0

চারিদিকে দোলের উৎসবে মাতোয়ারা সকলেবাহারি রঙে রঙিন হবে সবাইসকলে এখন এক অপূর্ব রঙের মহিমায় মনের তোড়জোড় শুরু করেছেবেলুন,পিচকারী,এমনকি সনম কে খুশি করবার প্রেরণা নিয়ে হাজির মন সরাবী প্রেমিকগণ তবু অদ্ভূত এই পৃথিবীতে যে অন্য অনেক রঙ দেখা যাচ্ছে কেন ,তা কারোরই জানা নেইরঙের সাথে বেরং যুক্ত হলে তা গঠনাত্মক মানে রাখে,কিন্তু বে রঙীন হলে তাহলে তা হয় নিষ্ফলাকেন এই রঙের আধিক্য তা জানা নেই,তবু এই মুহূর্তে রংই মানে রাখছে গোটা দেশেরগেরুয়া,সবুজ,বা রক্তে রাঙা লাল যেন আলাদা আলাদা মানে বয়ে নিয়ে আসছেরং কি কারওর বেক্তি সম্পত্তিপ্রশ্ন অনেকেরইতবু রঙের জন্যই যত বিপত্তিকেউ শাসক কেউ বিরোধী,রংকে বাকি রেখে এই মুহূর্তে স্বাভাবিক হতে পারছে না কেউইআচ্ছা,রং বাদ দিয়ে কিছু হয় নাবিবাহ যোগ্য কন্যাটিকে পাত্রস্ত করবার যে তারণা এক বাবার ,তার ভাবনার কি রং?কি রং চাকরি না পাওয়া ছেলেটির হতাশার?কি রং  স্বামীর চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত স্ত্রীর দুশ্চিতার?কেউকি বলে দিতে পারে আগামী দিনে সময় তাদের জীবনে কি রং বয়ে নিয়ে আসছে?কিছুটা অন্তত কিছুটা রঙের ছটা সকলের জীবনে লাগুক,কারোর জীবনই যেন বর্ণহীন হয়ে না যায়

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!