-->

লন্ডনে গ্রপ্তার নীরব মোদী

বাংলার কথা NEWS 24X7
0


পাঞ্জাব ন্যাসেন্যাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকা ঋণের দায় গ্রপ্তার নিরব মোদী ।ভারতে ঋণের দায় বিদেশে গা ঢাকা দেন নীরব মোদী। কিছুদিন আগেই লন্ডনের রাস্তায় তাঁকে খুঁজে বের করেন দ্য টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক।এরপর মোদী সারকারের উপর ছাপ বাড়াতে থাকে বিরোধীরা। বুধবার লন্ডনের হলবর্ন থেকেই নীরব মোদীকে ব্রিটেনের পুলিস গ্রেফতার করে তাঁকে লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালত তোলা হয় জামিনের আবেদন করলে তা  খারিজ করে দেয় লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালত  জামিনের আবেদন করে আদালতে নীরব মোদী জানান, ঋণ  মেটাতে সবরকম সহযোগিতা তিনি করবেনকিন্তু বিচারপতি তাঁর আবেদনে সাড়া দেননি আগামী ২৯শে মার্চ মামলার পরবর্তী শুনানি             

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!