-->

দল ছাড়া কর্মীরা দলে ফেরায় খুশি স্থানীয় নেতারা

বাংলার কথা NEWS 24X7
0



 বনগাঁয় প্রলোভন দেখিয়ে তৃনমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করাবার দুই দিনের মধ্যেই তৃনমূল কংগ্রেসে ফিরল ৭ যুবক l উত্তর ২৪ পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকার ৭ যুবককে দুই দিন আগে বিজেপি থেকে তাঁদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তৃনমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করিয়েছিল স্থানীয় নেতারা l বুধবার মতিগঞ্জ এলাকায় আজ তৃনমূল কংগ্রেসের পথ সভায়া ওই ৭ যুবক বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের হাত ধরে পুনরায় তৃনমূল কংগ্রেসে ফিরে আসে। দল ছাড়া কর্মীরা দলে ফেরায় আনন্দিত তৃণমূল ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!