উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার পুলিশ ডাকাতির ছক বানচাল করলো l ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল l গতকাল গভীর রাতে হাবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বানীপুর এলাকায় হানা দিয়ে দুই জনকে অস্ত্র সহ গ্রেফতার করে l ধৃতরা
গোপাল সানি বয়স-(38) বাড়ি - বর্ধমান, গোপাল ভাড়া থাকতো নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায় l সঞ্জয় সাউ বয়স-(28), বাড়ি- বিহার l গতকাল রাত্রে বানিপুর হোমের মাঠ এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয় l এদের কাছ থেকে একটি ওয়ান শাটার, এক রাউন্ড গুলি, একটি ভোজালি, ও একটা আয়রন রড উদ্ধার হয় l এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল l ধৃতদের আজ বারাসত আদালতে পাঠিয়েছে হাবরা থানার পুলিশ ll


