-->

৪০০ লিটার ভেজাল কেরোসিন সহ গ্রেপ্তার দুই

বাংলার কথা NEWS 24X7
0

দেগঙ্গাঃভুয়ো ডাক্তার, ভুয়ো আইনজীবী, ভেজাল তেল, ভেজাল ওষুধ এই সমস্ত সাথে তালিকায় জুড়লো এবারে ভেজাল কেরোসিন তেল।৪০০ লিটার ভেজাল কেরোসিন তেল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার পুলিশ।



পুলিশ সূত্রে জানা যায়, দেগঙ্গার সোহাই শ্বেতপুর  গ্রাম পঞ্চায়েতের বঙ্কুর মোড় এলাকা দিয়ে  একটি মোটর  ভ্যানে করে দুটি টিনের ড্রামে করে ভেজাল কেরোসিন তেল নিয়ে যাচ্ছিল হাবরার ইছাপুরের  বাসিন্দা ফকির আলী ও মোহর আলি নামে দুই ব্যক্তি। এই খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ সোমবার রাতে বঙ্কুর  মোড় এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং ৪০০ লিটার ভেজাল কেরোসিন তেল বাজেয়াপ্ত করে। কেরোসিন তেল ভেজাল  কি না তা পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের মঙ্গলবার  বারাসাত মহকুমা আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!