-->

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

বাংলার কথা NEWS 24X7
0

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের অভিযোগ তুলেছিলো বিরোধীরা । এ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ,নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি। সেই মর্মে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথে  রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী । উত্তর ২৪ পরগনার এক কম্পানী কেন্দ্রীয় বাহিনী আসে । নির্বাচন কমিশনের নির্দেশে সেই বাহিনী জেলার প্রতিটি জাগায় রুট মার্চ করে । আজ উত্তর ২৪ পরগনার শাসন থানার বোয়ালঘাটা , খামারনৌবাদ, আমিনপুর , সর্দারআটি সহ বিভিন্ন গ্রামে শাসনে হাজার হাজার বিঘা মাছের ভেরিতে আলা ঘরে তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী । এর আগে বামশাসনে মাছের ভেরির আলা ঘরে বোমা গুলি মজুত রাখা হত । আর ভোট আসতেই বোমা গুলি মজুত আছে কিনা সেই জন্যই এই তল্লাশি ও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী । এর ফলে নির্ভয়ে ভোটদান করতে পারবে এমন টাই জানান স্থানীয় মানুষেরা । 

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!