-->

৭৬ টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আমডাঙ্গায়

বাংলার কথা NEWS 24X7
0


ভোটের আগে ফের আমডাঙার তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল বিল এলাকার ৭৬টি তাজা বোমা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ ।পঞ্চায়েত ভোটের বোড গঠনকে কেন্দ্র করে উতপ্ত হয়ে উঠেছিল আমডাঙা। এলাকার একাধিক রাজনৈতিক দলের কর্মীর মৃত্যু হয়েছিল  উদ্ধার হয়েছিল কয়েক হাজার বোমা গুলি ও বোমা বানানোর মশলা । ফের লোকসভা নির্বাচন আসতেই পরপর তাজা বোমা উদ্ধার হতে থাকে তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে আজ সকালে আমডাঙা তাড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোত্তেরবিল এলাকার থেকে দুই ড্রাম ও দুটি বস্তু মিলিয়ে ৭৬ টি তাজা বোমা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ কে বা কারা ভোটের আগে এতগুলো  তাজা বোমা জড়ো করেছিল কি কারনে এখানে বোমা গুলি এলো  তার তদন্তে আমডাঙা থানার পুলিশ ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!