আজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ফুটবলে মুখমুখি হয় ব্রাজিল বনাম পানামা । প্রথম অর্ধের ৩২ মিনিটের মাথায় ব্রাজিলের ২১ বছরের তারকা লুকাস প্যাকুএটার গোলে এগিয়ে যায় । কিন্তু প্ৰথম অর্ধের ৩৬ মিনিটের মাথায় এডোলফো মাচাডো গোলে সমতা ফিরে আসে । খেলার দ্বিতীয় আর্ধে দুই দলের আক্রমন ভাগ ছিলো দেখার মতো । খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়।

