গাইঘাটা জলেশ্বর মন্দিরে পুজো দিয়ে জামা মসজিদ থেকে আশীর্বাদ নিয়েই রবিবারের প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা ঠাকুর ৷রবিবার সকালে মন্দিরে পুজো দেবার পর পায়ে হেঁটে জলেশ্বর এলাকায় ভোট প্রার্থনা করেন মমতা দেবী। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায় এবং যাত্রীদের সঙ্গে করমর্দন করে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।এদিন শান্তনু ঠাকুর সম্পর্কে তিনি বলেন "মতুয়াদের সঙ্গে এতদিন মিথ্যাচার করেছে শান্তনু ।আসল রূপ তার বেরিয়ে পড়েছে৷ এবার তার জয়ের ব্যবধান গতবারের তুলনায় অনেক বাড়বে বলেন।
সকাল থেকে প্রচারে বনগাঁর প্রার্থী মমতা বলা ঠাকুর
March 23, 2019
0
গাইঘাটা জলেশ্বর মন্দিরে পুজো দিয়ে জামা মসজিদ থেকে আশীর্বাদ নিয়েই রবিবারের প্রচার শুরু করলেন বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বালা ঠাকুর ৷রবিবার সকালে মন্দিরে পুজো দেবার পর পায়ে হেঁটে জলেশ্বর এলাকায় ভোট প্রার্থনা করেন মমতা দেবী। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যায় এবং যাত্রীদের সঙ্গে করমর্দন করে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।এদিন শান্তনু ঠাকুর সম্পর্কে তিনি বলেন "মতুয়াদের সঙ্গে এতদিন মিথ্যাচার করেছে শান্তনু ।আসল রূপ তার বেরিয়ে পড়েছে৷ এবার তার জয়ের ব্যবধান গতবারের তুলনায় অনেক বাড়বে বলেন।

