-->

১৫ টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেগঙ্গা

বাংলার কথা NEWS 24X7
0



দেগঙ্গাঃগত পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছিল উত্তর ২৪ পরগণা আমডাঙ্গা ব্লক । সেখানে হাজার হাজার তাজা বোমা উদ্ধার হয়েছিল।  তার পাশাপাশি দেগঙ্গা ব্লক কম উত্তপ্ত হয়ে ওঠে নি।দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় বোমাবাজি ও রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে এসেছিল। এবারের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ও বেজে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশে অগ্রিম সতর্কতার অভিযানে নেমেছে জেলার সমস্ত থানা গুলি। উত্তর ২৪ পরগনার স্পর্শ কাতর এলাকাগুলিতে তল্লাশি করছে পুলিশ প্রশাসন। কোথায় আমর্স ও আগ্নেয়াস্ত্র লুকানো আছে সে গুলি উদ্ধার কাজে নেমেছে ।  অনুরূপভাবে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার  চুপ্রিঝারা সরদারপাড়া এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে রবিবার সকালে দেগঙ্গা থানার পুলিশ ১৫ টি তাজা বোমা উদ্ধার করে। ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  বোম উদ্ধারের ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে একটি প্লাস্টিকের ড্রাম মাটির নিচে প্রথা আছে তার মধ্যে কি আছে সেটা স্পষ্ট ভাবে জানা যায়নি। পরে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে।  খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ড বাহিনীকে।  প্রায় দু'ঘণ্টা পর খবর পেয়ে বারাসাত থেকে সিআইডি প্রতিনিধি দল, মেডিকেল টিম  ও ও বোম স্কোয়ার্ড  বাহিনী এসে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো ওই বাগানের মধ্যে মজুত করে রেখেছিল সে বিষয়ে তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!