-->

রবিবাসরীয় প্রচারে অন্য মেজাজে বনগাঁ বিজেপি প্রার্থী শান্তুুনু ঠাকুর

বাংলার কথা NEWS 24X7
0


ভোটের নজর কাড়তে চায়ের দোকানে চা খাওয়া থেকে চা বানানোর,  রবিবাসরীয় প্রচারে অন্য মেজাজে বনগাঁ বিজেপি প্রার্থী শান্তুুনু ঠাকুর।


বনগাঁ লোকসভাতে একই পরিবারের প্রার্থী বিজেপি ও তৃনমূলের। গৃহ যুদ্ধের পাশাপাশি লড়াই এবার যুদ্ধ শুরু হয়ে গেছে ভোটের  ময়দানে।  গরম উপেক্ষা করতে সকালে  চাঁদপাড়া বাজার এলাকায় পায়ে হেটে কয়েকশো কর্মীকে সাথে নিয়ে প্রচার সারলেন প্রার্থী। চায়ের দোকানের চায়ের চুমুকে আড্ডা চা খাওয়া থেকে চা বানিয়ে খাওয়াতে দেখা গেছে তাকে। বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে ভাব বিনিময়ও করেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ভোটের ময়দানে জীবনের প্রথম পথ চলা, কোন দিন থেকে পিছিয়ে থাকতে চাইছেনা তিনি। তাই ভোটারদের মন জয় করতে মারিয়া।  নিজের জয়ের ব্যাপারে একশা শতাংশ আশাবাদী।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!