-->

রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ির দাবিতে শান্তনুর বিরুদ্ধে মতুয়াদের বিক্ষোভ

বাংলার কথা NEWS 24X7
0




ঠাকুরবাড়ি কে রাজনীতি মুক্তের ও শান্তনু ঠাকুরকে প্রার্থী না করার দাবীতে বিক্ষোভ মতুয়াদের একাংশের বিক্ষোভ ঠাকুর নগরে| রবিবার বিকালে শতাধিক মতুয়া ভক্তেরা বিক্ষোভ দেখায় ও মিছিল করে৷ বিক্ষোভকারিদের দাবি শান্তনু ঠাকুর তাদের আশ্বাস দিয়েছিলেন ঠাকুরবাড়ি কে রাজনীতি মুক্ত করবেন কিন্তু শনিবার বিজেপি প্রার্থী হিসাবে শান্তনুর নাম প্রস্তাব হয়| এরপরই ক্ষোভ সৃষ্টি হয় মতুয়াদের একাংশের |
শান্তনু ঠাকুরের দাবি, মতুয়ারা কেও বিক্ষোভ করেনি এটা মমতা ঠাকুর কিছু বাহিরাগত লোক দিয়ে এ কাজ করিয়েছে| মমতা ভয় পেয়েছে|

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!