-->

গ্রেপ্তার বিজেপির গ্রাম সভার সদস্য ,মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তের

বাংলার কথা NEWS 24X7
0

দোল উৎসবের দিন এলাকার কয়েকজন কে মারধর করার অভিযোগে বিজেপির এক গ্রাম সভার সদস্য কে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ । ধৃত ব্যক্তির নাম সুভাষ মুন্ডা। আকাইপুর গ্রাম পঞ্চায়েতের গরীবপুর গ্রামের বিজেপি সদস্য। শনিবার রাতে ধৃতর বাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে৷ সূত্রে খবর,  দোল উৎসবে দিন রং দেয়াকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় আকাইপুরের মুন্ডা পাড়ার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় দু'পক্ষের মধ্যে, যা গড়য় মারামারি পর্যন্ত৷ এই ঘটনায় কয়েকজন জখম হয় বলে খবর। মহিলাদের  শ্লীলতাহানীর ঘটনা ঘটে বলেও অভিযোগ। ঘটনার দিন দুই পক্ষের থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় গতকাল রাতে বিজেপি গ্রামসভার সদস্য সুভাষকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ তাকে বনগাঁ মহকুমা আদালতের তোলা হয়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!