পুরুলিয়াঃ পুরুলিয়ার বজরংদল থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুরজ শর্মা,তুষার আওয়াস্থি ও অভিমুন্য কুমার সহ অন্যান্যরা ফিরলো এবার বিজেপিতে।আজ বিজেপির রাজ্য অফিসে বিজেপির রাজ্য নেতা মুকুল রায়ের হাত ধরে তারা সকলেই বিজেপিতে যোগদান করেন।
যোগদানকারী তুষার আওয়াস্থি জানান, "সুরজ শর্মা,অভিমুন্য কুমার সহ প্রায় ২৫০০ জন তারা আজ কলকাতায় মুকুল রায়ের হাত ধরে যোগদান করলেন বিজেপিতে।"
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে রাজ্য সভার সাংসদ শান্তনু সেনের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেছিলেন বলে জানা যায়।আর এবার তারাই আসন্ন লোকসভা ভোটের মুখে পুরুলিয়া জেলা তৃণমূলের গড়ে ধস ঘটিয়ে যোগদান করলেন বিজেপিতে।

