বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধীদের সমালোচনার মূখে পোড়তে হয়েছিলো বিজেপি নেতাদের।সোমবার সান্ধ্যায় দিল্লীতে এক সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি । উপস্থিত ছিলেন বিজেপি সার্বভারতীয় সভাপতি অমিত শাহ ,প্রধান মন্ত্রী নারেন্দ্র মোদী , এছারাও রাজনাথ সিং ,আরুন জেটলি,সুষমা স্বারাজ ছারাও আন্যান নেতৃত্ব ।এই দিন ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। উত্তর প্রদেশ ,মহারাষ্ট্র,গুজরাট, আন্দামান ও নিকোবার,আসাম, অরুণাচল প্রদেশ,ছত্তিশগড়,দাদরা ও নগর হাভেলি, জম্মু ও কাশ্মীর,কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মনিপুর, মিজোরাম, ওড়িশা, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু,তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখন্ড, পশ্চিম বঙ্গ এবং অন্ধ্র প্রদেশ মোট ২২ টি রাজ্যের প্রথম দফায় ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় । তবে উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হলেন নরেন্দ্র মোদী । গুজরাটের গান্ধীনগর থেকে দাঁড়াচ্ছেন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ ।
প্ৰথম দফায় ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
March 21, 2019
0
বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধীদের সমালোচনার মূখে পোড়তে হয়েছিলো বিজেপি নেতাদের।সোমবার সান্ধ্যায় দিল্লীতে এক সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি । উপস্থিত ছিলেন বিজেপি সার্বভারতীয় সভাপতি অমিত শাহ ,প্রধান মন্ত্রী নারেন্দ্র মোদী , এছারাও রাজনাথ সিং ,আরুন জেটলি,সুষমা স্বারাজ ছারাও আন্যান নেতৃত্ব ।এই দিন ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। উত্তর প্রদেশ ,মহারাষ্ট্র,গুজরাট, আন্দামান ও নিকোবার,আসাম, অরুণাচল প্রদেশ,ছত্তিশগড়,দাদরা ও নগর হাভেলি, জম্মু ও কাশ্মীর,কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মনিপুর, মিজোরাম, ওড়িশা, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু,তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখন্ড, পশ্চিম বঙ্গ এবং অন্ধ্র প্রদেশ মোট ২২ টি রাজ্যের প্রথম দফায় ১৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় । তবে উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হলেন নরেন্দ্র মোদী । গুজরাটের গান্ধীনগর থেকে দাঁড়াচ্ছেন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ ।

