সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় পরবর্তী ছবিতে অভিনয় করতে সালমান খান। ছবিটিতে অভিনেত্রী হিসেবে দেখা যাবে আলিয়া ভাটকে।
বেশ কিছুদিন ধরে বলিউড জুড়ে এমন টাই শোনা যাচ্ছিলো। সেই গুঞ্জনের সত্যিটা জানালেন সালমান খান। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘ইনশাল্লাহ’ ছবিতে সালমান খানের সাথে আলিয়া ভাট নায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন ।
s=19https://twitter.com/BeingSalmanKhan/status/1107876992530042880?s=19
৫৩ বছর বয়সী কোনো অভিনেতার সাথে এই প্রথম কোনো ২২ বছর বয়সী অভিনেত্রীকে পর্দায় দেখা যাবে। সালমান খান টুইট করে জানান, " প্রায় ২০ বছর পর, কিন্তু সঞ্জয় ও আমি ‘ইনশাল্লাহ’ সিনেমায় মিলত হচ্ছি এটি আনন্দের বিষয়। আলিয়ার সঙ্গে আমার এই সিনেমাটি আশা করছি খুব ভালো হবে" এর আগে সালমান ও আলিয়াকে এক সঙ্গে কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি। এই কারনে এই ছবিতে ভক্তদের একটু বাড়তি আগ্রহ থাকবে। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতোটা জায়গা করে নিতে পারে।

