-->

আমডাঙ্গায় বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন

বাংলার কথা NEWS 24X7
0


দীনেশ ত্রিবেদী গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পারছেন না।কারণ উনি উপর থেকে সব জিনিস দেখার চেষ্টা করেন।আজ আমডাঙ্গার রাজবেরিয়ায় এসে একথা বলেন সদ্য বিজেপি তে যাওয়া অর্জুন সিং। তাকে আবর্জনা বলা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী সম্পর্কে অর্জুন বলেন,কে আবর্জনা?তিনি না দীনেশ ত্রিবেদী।তিনি আরো বলেন জেলা সভাপতির তাকে নিয়ে ভাবনার দরকার নেই,জ্যোতিপ্রিয় মল্লিক যেন তার ভাবনা  না ভাবেন।আমডাঙ্গার পার্টি অফিস উদ্বোধন প্রসঙ্গে তার আরো সংযুক্তি,এবার ভোট হবে দেশের পক্ষে,জাতির পক্ষে।কোনো পার্টির পক্ষে নয়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!