-->

প্ৰথম দফায় পশ্চিমবঙ্গের ২৮ টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

বাংলার কথা NEWS 24X7
0




ঘোষিত হলো ২০১৯ লোকসভার বিজেপির প্রথম দফার  প্রার্থী তালিকা । প্রথম দফায় ২৮ জন প্রার্থীর নাম ঘোষণা করলো দিল্লী ।প্রথম দফার তালিকার সদ্য তৃণমূল থেকে আসা  অর্জুন সিং লড়বেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে । সৌমিত্র খাঁ লড়বেন বিষ্ণুপুর কেন্দ্র থেকে। এছাড়াও ঘাটাল থেকে লড়বেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ , রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লড়বেন মেদিনীপুর কেন্দ্র থেকে।  বিজেপি সূত্রে খবর দ্বিতীয় দফার তালিকায় পরিবর্তিত হতে পারে প্রার্থী তালিকা ।

 একনজরে দেখে নিন কে কোন আসনে লড়াই করতে চলেছে :- ১) কোচবিহার - নিশিথ প্রমানিক ,২) আলীপুরদুয়ার - জন বারলা ,৩) জলপাইগুড়ি -জয়ন্ত রায় ,৪) রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী ,৫) বালুরঘাট -ডঃ সুকান্ত মজুমদার ,৬) মালদহ উত্তর - খাগেন মুরমু ,৭)মালদহ দক্ষিণ - শ্রীরাপা মিত্র চৌধুরী ,৮) কৃষ্ণনগর - কল্যাণ চৌবে ,৯) ব্যারাকপুর - অর্জুন সিং,১০) দমদম - সমিত ভট্টাচার্য ,১১) বারাসত- ডাঃ মৃণাল কান্তি দেবনাথ ,১২)বসিরহাট - সায়ন্তন বসু ,১৩) জয়নগর -ডঃ অশোক কান্দারী,১৪) মথুরপুর - শ্যামাপ্রসাদ হালদার ,১৫)জাদবপুর- প্রফেসর অনুপম হাজরা ,১৬) কলকাতা দক্ষিণ- চন্দ্র কুমার বসু ,১৭) কলকাতা উত্তর- রাহুল সিনহা,
১৮) শ্রীরামপুর - দেবজিৎ সরকার,১৯) হুগলি- লকেট চ্যাটার্জি ,২০) আরামবাগ - তপন রায় ,২১) তামলুক - সিদ্ধার্থ নাস্কর ,২২)ঘাটাল- ভারতী ঘোষ ,২৩) ঝাড়গ্রাম -ডঃ কুনার হেমব্রাম,২৪) মেদিনীপুর - দিলীপ ঘোষ ,২৫) বিষ্ণুপুর - সৌমিত্র খাঁ,২৬) বর্ধমান  পূর্ব-  পারেশ চন্দ্র দাস ,২৭)আসানসোল - বাবুল সুপ্রিয়,২৮) বীরভূম - দুধ কুমার মন্ডল।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!