তৃণমূলের দু বারের জেতা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বেশ অনেক কাজ করেছেন, আজ বারাসতে বিজেপির এক কর্মী সভা শেষ করে সাংবাদিক সম্মেলনে কার্যত তা স্বীকার করে নিলেন বিজেপির নবনিযুক্ত প্রার্থী ডাঃ মৃনাল কান্তি দেবনাথ।তাকে একবার জেতানো হলে তিনিও কিছু কাজ করতে চান বলে জানান,আজ বারাসতে ওই কর্মিসভায় ৫০০ জন সংখ্যালঘু মানুষ বিজেপি তে যোগদান করেন।তিনি জিতলে স্বাস্থ এর ব্যাপারে বাড়তি নজর দেবেন বলে জানান তিনি,বেশ কিছু হাসপাতাল কে টারসিয়ারি লেভেলে কেন উন্নীত করা গেল না ,সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।বেশ কিছু নব প্রজন্ম কে আজ এই কর্মিসভায় উপস্থিত হতে দেখা যায়।
তৃণমূলের জয়ী সংসদের প্রশংসায় বিজেপির বারাসতের প্রার্থীর
March 22, 2019
0
তৃণমূলের দু বারের জেতা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বেশ অনেক কাজ করেছেন, আজ বারাসতে বিজেপির এক কর্মী সভা শেষ করে সাংবাদিক সম্মেলনে কার্যত তা স্বীকার করে নিলেন বিজেপির নবনিযুক্ত প্রার্থী ডাঃ মৃনাল কান্তি দেবনাথ।তাকে একবার জেতানো হলে তিনিও কিছু কাজ করতে চান বলে জানান,আজ বারাসতে ওই কর্মিসভায় ৫০০ জন সংখ্যালঘু মানুষ বিজেপি তে যোগদান করেন।তিনি জিতলে স্বাস্থ এর ব্যাপারে বাড়তি নজর দেবেন বলে জানান তিনি,বেশ কিছু হাসপাতাল কে টারসিয়ারি লেভেলে কেন উন্নীত করা গেল না ,সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।বেশ কিছু নব প্রজন্ম কে আজ এই কর্মিসভায় উপস্থিত হতে দেখা যায়।

