হবিবপুর: কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মনের নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়াল হবিবপুরে।
![]() |
| হবিবপুরে টোটো চালকদের বিক্ষোভে উত্তেজনা—বর্ধিত ট্যাক্স ও রেজিস্ট্রেশন নীতি প্রত্যাহারের দাবি। |
সম্প্রতি এলাকায় টোটোর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি টোটো চালককে রেজিস্ট্রেশন করানো এবং বাড়তি ট্যাক্স প্রদান বাধ্যতামূলক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার হাজারো টোটো চালক রাস্তায় নামেন। হবিবপুর রাইস মিল এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছায়। সেখানে টোটো চালকরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। চালকদের দাবি, “যে হারে ট্যাক্স ধার্য করা হয়েছে, তা অনেকের পক্ষেই সম্ভব নয়। এতে আমাদের আর্থিক সংকট আরও বাড়বে।” অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ পরিবহন শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। তবে চালকদের একাংশ ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে হবিবপুর ব্লকের বিডিও-র হাতে ডেপুটেশন তুলে দেন। ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

