-->

উত্তরবঙ্গে ভয়াবহ প্রলয় — ভূমিধসে মৃত্যু ২৪, বিপর্যস্ত দার্জিলিং ও কালিম্পং

বাংলার কথা NEWS 24X7
0

উত্তরবঙ্গজুড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। গত ২৪ ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঘটে চলেছে একের পর এক ভূমিধস। ভেসে গেছে ঘরবাড়ি, ধসে পড়েছে সেতু, বন্ধ হয়ে গেছে একাধিক জাতীয় সড়ক। সরকারি হিসেবে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ রয়েছেন অন্তত ১৫ জন। বহু মানুষ এখনো আটকে রয়েছেন দুর্গম এলাকায়।
দার্জিলিং শহরের কাছেই লেবং ভ্যালি ও গ্লেনারিস রোডে ব্যাপক ধস নামে। কয়েকটি বাড়ি কাদা ও পাথরের নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকারীরা সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করছেন। কালিম্পংয়ের পেডং ও লাভা এলাকাতেও একই পরিস্থিতি। নদী উপচে জল ঢুকে পড়েছে আশপাশের গ্রামে।
জলপাইগুড়ির মালবাজার, বিন্নাগুড়ি ও নাগরাকাটায় বানভাসি পরিস্থিতি। তিস্তা নদীর জল বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে। প্রশাসনের তরফে ৪০টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেনা ও এনডিআরএফের দল উদ্ধার কাজে নেমেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দলও এলাকায় পৌঁছেছে।
উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন —“উত্তরবঙ্গে ঘটে যাওয়া এই বিপর্যয়ে আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারকে সরকার ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে। পাশাপাশি একজনকে হোম গার্ড পদে নিয়োগ করা হবে। সবরকম সহায়তা আমরা দিচ্ছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে ঘটনাটিতে দুঃখ প্রকাশ করেছেন এবং কেন্দ্রের তরফে সমস্তরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
দার্জিলিং জেলা প্রশাসনের মতে, প্রায় ২০০টি ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে, ১৫০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে পড়েছে একাধিক জায়গায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বহুজন জানিয়েছেন, “এমন বৃষ্টি গত দশ বছরে দেখিনি। রাতের অন্ধকারে ঘর ধসে পড়ার শব্দ শুনেই আমরা পালিয়ে যাই। সকাল হলে দেখি সব শেষ।”

বর্তমানে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। রাস্তা মেরামত, খাদ্য ও ওষুধ সরবরাহ, এবং পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। তবে পাহাড়ি এলাকা হওয়ায় প্রশাসনের কাজ এখনো চরমভাবে বাধাগ্রস্ত।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!