গত রবিবারে সানি সাহু নামে ২১ বছরের মানষিক ভারসাম্যহীন চিকিৎসাধীন এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ার্ড এর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল l সেই খবর প্রকাশিত হতেই পরিবারের লোকেরা ওই যুবকের খোঁজে বনগাঁ মহাকুমা হাসপাতালে এসে পৌছায় l এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় হাসপাতালের জারা আমাদের ছেলের সঙ্গে এই ব্যাবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমার ছেলের চিকিৎসা করা হোক l
মানষিক ভারসাম্যহীন যুবকের খোঁজে বনগাঁ হাসপাতালে আত্মীয়রা
April 12, 2019
0
গত রবিবারে সানি সাহু নামে ২১ বছরের মানষিক ভারসাম্যহীন চিকিৎসাধীন এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ার্ড এর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল l সেই খবর প্রকাশিত হতেই পরিবারের লোকেরা ওই যুবকের খোঁজে বনগাঁ মহাকুমা হাসপাতালে এসে পৌছায় l এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় হাসপাতালের জারা আমাদের ছেলের সঙ্গে এই ব্যাবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমার ছেলের চিকিৎসা করা হোক l

