-->

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক চালকের

বাংলার কথা NEWS 24X7
0



লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ
 বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলিয়া রোড এর পাকা বাড়ি এলাকায়। মৃতের নাম বাপি ভক্ত বয়স (৪০)। বাড়ি সিন্দ্রানী নতুন পাড়া।সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকার ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি বলে জানা গিয়েছে।
 সকালে মটরবাইক্ চেপে  নলডুগারি থেকে  সিন্দ্রানি বাজারে যাচ্ছিলেন। বাইক চালিয়ে যাওয়ার পথে রাস্তার গার্ড রেলিঙে ধাক্কালেগে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয় যুবকের। ঘাতক ট্রাকটিকে আটক করে বাগদা থানার পুলিশ। 
 লরিটি দত্তফুলিয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিল বাইকটি আরহি ট্রকটির পাশ দিয়ে  যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে লরির পেছনের  চাকায় পিষ্ট হয় বলে স্থানীয়রা জানিয়েছে।  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!