-->

" দেশভাগের জন্য দায়ী কংগ্রেস আর নাগরিকত্ব প্রশ্নে তৃণমূল সংশোধনীবিল ও উদ্বাস্তু দের বিরোধিতা করেছে " দাবী শান্তনুর

বাংলার কথা NEWS 24X7
0


এন আর সি ও নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করে এক্ষেত্রে  বিজেপির ভূমিকা যে  প্রশংসার  দাবী রাখে তা জানিয়ে পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারীদের বিরূদ্ধে সরব হলেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর । একইসঙ্গে এক্ষেত্রে তাদের ভূমিকার কথা তুলে শান্তনু  তুলোধুনো করলেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কে ।  বুধবার দুপুরে বারাসাতস্থিত উত্তর চব্বিশ পরগনা  জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়ে বললেন , এন আর সি ড্র্যাফ্ট কার্যকর করেছে বিজেপি । কৃতিত্ব নরেন্দ্র মোদীর প্রাপ্য দাবী , শান্তনুর ।

 শান্তনু  তাঁর বিরূদ্ধ প্রার্থী  তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুরের কড়া সমালোচনা করে বলেন , ভয় পেয়েছেন মমতাবালা ঠাকুর ।  নাগরিকত্ব সংশোধনী বিলে উদ্বাস্তুদের বিরোধিতা করে কেন সাক্ষর করেছেন মমতা বালা , প্রশ্ন তোলেন  শান্তনু  । শান্তনু এও বলেন  ,  পরাজয়  নিশ্চিত জেনে মতুয়া সম্প্রদায়ের সহানুভূতি কুড়িয়ে নিতে  মমতাবালা  শান্তনুর বিরুদ্ধে যুক্তিহীন কথা বলেছেন । আপামর উদ্বাস্তদের নাগরিকত্ব পাক , তারপরে মমতাবালা ঠাকুরের ও তাঁর দলের কথা শোনা হবে । এদেশের নাগরিক সংজ্ঞার ব্যাখ্যা দিয়ে যারা অনুপ্রবেশকারী ও দেশ বিভাজন কারী তাঁরা নাগরিক নয় । কংগ্রেস কে দেশ ভাগ তো করেছেই , দেশ বিভাগের যন্ত্রণা নিয়ে অন্য দেশে যেতে হয়েছিল কংগ্রেসের জন্যই । এর দায় কংগ্রেস কে নিতে হবে । শান্তনুর দাবী , স্বাধীনতার পরে নাগরিকত্ব ও এন আর সি ইস্যূতে  বাহাত্তর বছরের সেরা পদক্ষেপ নিয়েছেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!