' তৃনমূলের হাত দেশবিরোধীদের সঙ্গে রয়েছে , ' বিস্ফোরক বক্তব্য করে অর্জুন সিংহের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন অর্জুন সঙ্গী হয়ে এসে সেলিব্রিটি ও বিজেপি নেতা মনোজ তিওয়ারি কার্যত ঝড় তুলে দিলেন । দিল্লি বিজেপির সাংগঠনিক প্রধান ও ভোজপুরি সিনেমার তারকা মনোজ তিওয়ারি । অর্জুন সিংহকে সমর্থন করে মনোজ জানান এবার শুধু পশ্চিমবঙ্গেই ঐতিহাসিক ভাবে তিরিশ টির বেশি আসন পেতে চলেছে বিজেপি ।
এরপরেই সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি বলেন ,বাইরের দেশ থেকে কাউকে নিয়ে এসে প্রচার করা দেখিয়ে দেয় তৃণমূলের হাত দেশবিরোধীদের সঙ্গে আছে । বাইরের দেশের লোক দিয়ে তৃণমূলের রাজনৈতিক প্রচারের অর্থ পরিষ্কার যে, ' ডাল মে কুছ কালা হ্যায় । ' প্রসঙ্গত সম্প্রতি তৃণমূলের হয়ে প্রচার করেছেন বাংলাদেশের তারকা ফিরদৌস আহমেদ ও আবেদ নূর ।
মনোজ আরো বলেন , মমতা ব্যানার্জী , পশ্চিম বঙ্গের যা হাল করেছেন তা ভোটে মানুষ ফেরৎ দেবেন । মা মাটি মানুষ এখানে কাঁদছে । তৃণমূল মুখে বললেও যদি মা মাটি মানুষের জন্য কেউ যদি অন্তর থেকে তাঁদের কথা ভাবছে তা বিজেপি । পশ্চিমবঙ্গের মানুষ ও বিজেপি কে চায় । ভোটের ফলে তেইশ তারিখে তার প্রমান হবে ।

