-->

রাম নবমী উপলক্ষে শোভাযাত্রা বারসাতে

বাংলার কথা NEWS 24X7
0

বারাসতে রাম নবমী উপলক্ষে রং বেরঙের মিছিল দেখলো বারাসাত বাসী।আজ উত্তরচব্বিশ পরগনার বারাসতে ময়না থেকে শুরু হয় রাম নবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা।এই শোভা যাত্রায় অস্ত্রের আগ্রাসনী আস্ফালন ছিল না।নির্বাচন কমিশনের নির্দেশ মতো স্থানীয় প্রশাসনের উপর ছিল দায়িত্ব। সেখানে গদা, ত্রিশূল ছিল তবে তা ছিল থার্মোকল বা তুলোর রেপ্লিকায়।প্রায় দেড় হাজার মানুষের এই মিছিলে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।তবে হিন্দু জাগরণ মঞ্চের ওই আয়োজনে যুব সমাজের উৎসাহ ও উল্লাসে সরগরম হয় গোটা এলাকা।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!