-->

রাম নবমীর শোভাযাত্রা অশোকনগর

বাংলার কথা NEWS 24X7
0


দু বছর আগে অস্ত্র নিয়ে মিছিল করে শিরোনামে উঠে এসেছিল অশোকনগর সেনডাঙ্গা রাম মন্দির কমিটি। এবছর অবশ্য বিশাল পুলিশ প্রহরার মধ্যে দিয়ে অস্ত্র ছাড়াই মিছিল সম্পন্ন হল।  সেনডাঙ্গা রাম মন্দির মাঠ থেকে ভুরকুন্ডা দিঘিরহাট রোড ধরে কচুয়া চৌরঙ্গী হোয়ে ফের সেন ডাঙ্গা   মিছিল শেষ হয় । মিছিলে পুলিশ প্রহরার ব্যবস্থা প্রতীক হিসাবে একটি তরোয়াল থাকলেও অন্যান্যদের হাতে তরোয়াল দেখা যায়নি। তবে প্রচুর শিশু কিশোরদের মিছিলে দেখা গেছে।  জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সারা অশোকনগর। যদিও এদিন শোভা যাত্রা শুরুর আগে মাঠের মধ্যে তরোয়াল নিয়ে বিভিন্ন রকম কসরত দেখান কয়েকজন রাম সেবক। এব্যাপারে তাদের বক্তব্য রাম নিজের আত্মরক্ষার জন্য তীর ধনুক তরোয়াল গদা ব্যবহার করতেন। এগুলো কসরত কাউকে ভয় দেখাবার জন্য নয়।  পুলিশের প্রহরায় এদিন দুপুরেই বিশাল শোভাযাত্রা শেষ হয়। রাম নবমী উপলক্ষে গত তিনদিন ধরেই সেন ডাঙ্গা রাম মন্দিরের মাঠে কীর্তন রাম যাত্রা শহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। দুই বেলা ভক্তদের ভোজনের ব্যবস্থাও করা হয়েছে।
পাশাপাশি এদিন হাব রাতেও দুটি শোভাযাত্রা হয়। তবে অস্ত্র নিয়ে কাউকে দেখা যায়নি।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!