-->

আত্মঘাতী যুবক

বাংলার কথা NEWS 24X7
0


সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাবরার শ্রীপুর এলাকায় ৷ মৃত যুবকের নাম দেবাশীষ দত্ত (২৭) | দেবাশীষ এর পরিবার জানিয়েছে ঘটনার দিন ভোরে তাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায় তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ে ৷ কিন্তু সকালে ডাকাডাকির পর দরজা না খুললে পরে দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে পাখার সঙ্গে ঝুলছে দেবাশীষ | এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । কার ফোন পাওয়ার পর সে এমন ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দে পরিবার I দেবাশীষ এলাকার একটি গেঞ্জি কারখানা দর্জির কাজ করতো
পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা মঙ্গলবার জানতে পারে এলাকার এক মাঝ বয়সী বিবাহিত মহিলা গৌরী ঘোষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে দেবাশীষ।  এবং মহিলা দেবাশীষকে নানা ভাবে মানসিক অত্যাচার করছিল । অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা যুবকের। পরিবারের অভিযোগ মহিলার মেয়ের বিয়ে হয়ে গেছে। মহিলার এটা দ্রীতীয় বিয়ে।   মঙ্গলবার রাতে উত্তেজিত জনতা মহিলার বাড়ি ভাংচুর করে মহিলাকে তুলে আনার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলাকে উদ্ধার করে পুলিশ।
দেবাশীষের পরিবারের তরফে রাতে হাবড়া থানায় আত্মহত্যায় প্ররচনার মামলা রুজু হয়েছে। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!