গলায় গামছা জরিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করে নিজের জয়ী হয়ার আশির্বাদ চাইলেন কংগ্রেস প্রার্থী। বুধবার দুপুরে মতুয়া দলের সঙ্গে ডংকা বাজিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন বনগাঁ লোকসভার কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ। আর পাঁচটা ভক্তের মত কামনা সাগরে স্নান সেরে আশির্বাদ নিতে সটান চলে গেলেন মতুয়া সম্প্রদায়ের ছোট মা, মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা অথাৎ বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী মমতা ঠাকুরের ঘরে। তার পায়ে হাত দিয়ে প্রনাম করে বলে ওঠলেন মা আমাকে আশির্বাদ করুন আমি যেন ভোটে জয় যুক্ত হতে পারি। প্রথম দিকে মমতা ঠাকুর কিছুটা ইতস্তত হলেও ভক্তের মনস্কামনা পূরনের আশির্বাদ দিলেন মমতা ঠাকুর। মমতার পাশা পাশি মুঞ্জুল ঠাকুরের সঙ্গে দেখা করে আশির্বাদ নেয় সৌরভ। তিনি বলেন আমি একজন ভক্ত হিসাবে ঠাকুরবাড়িতে এসেছি। আজ কোন রাজনীতি নয়।


