-->

চোরা পথে ভারতে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার চার

বাংলার কথা NEWS 24X7
0


বিএসএফ এর চোখ এরিয়ে ভারতে প্রবেশ করতে দিগে বিএসএফ এর হাতে পাকপরাও চার বাংলাদেশি। ধৃতদের নাম মহম্মদ ইসমাইল হাসান , মোহাম্মদ সাবুজ আলী , মোহাম্মদ স্বপন আলী , জাহিদ হাসান।  বাংলাদেশের যশোর জেলার চৌগাছা থানা এলাকার বাসিন্দারা।  গতকাল রাতে বাগদা থানার বয়ড়া সীমান্ত দেয়ে এদেশে প্রবেশ করার সময় বিএসএফ  এর ৩৪ নং ব্যাটেলিয়ান তাদের আটক করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয়৷ আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!