-->

দক্ষিণেশ্বরে বিধ্বংসী আগুন পুড়লো ৫০টি ঘর

বাংলার কথা NEWS 24X7
0





 শনিবার রাত ৯ টা নাগাদ বালি ব্রিজের কাছে দক্ষিণেশ্বর বস্তিতে হঠাৎ আগুন লাগে।  দমকলের ১০ টি ইঞ্জিনের প্রচেষ্টায় ২ ঘণ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বস্তির বেশির ভাগ ঘর গুলো মাটির ও বাঁশের দরমা এবং প্লাস্টিকের ছাউনি দেওয়া। বস্তিতে রয়েছে প্রায় ৩০০ টির ও বেশি ঘর। দমকল সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টা নাগাদ রান্নার গ্যাস লিক করে  আগুন লাগে, অতি দ্রুত সেই আগুন  ছড়িয়ে পড়ে। বিধ্বংসী এই আগুনে ৫০টি ঘর  ভস্মিভূত হয়ে যায় বলে জানিয়েছেন ।রাতেই  ঘটনাস্থলে আসে  দমকল মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন বিধায়ক মদন মিত্র এছাড়াও  তৃণমূল নেতা অরিন্দম ভৌমিক পৌঁছান।
অরিন্দম বাবু জানান “ পাশেই স্থানীয় ক্লাবে ছিলেন , হটাৎ খুব জোর শব্দ হওয়ায় তিনি সেখানে ছুটে আসেন এবং বয়স্ক,শিশু,প্রতিবন্ধীদের সেখান থেকে উদ্ধার করেন। উদ্ধার করার সময় বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক স্থানীয় যুবক আহত হয়,তার মুখ আগুনে ঝলসে গেছে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।
দমকল মন্ত্রী জানিয়েছেন, ডানলপ ফায়ার ব্রিগেডের ৫০০ মিটারের মধ্যে   হওয়ায় অতি শীঘ্রই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তিটি ব্রিজের ঢালে অবস্থিত হওয়ায় অতি সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রচুর,তবে স্থানীয় কমারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন জেলা প্রশাসনের সাথে কথা বলে রবিবারের মধ্যে ক্ষতিগ্রস্তদের ট্রিপল ও প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!