-->

" ক্লিক ভিউ নিউজ" ২৪ ঘন্টা ৭ দিন,আমাদের রইল - সর্বদা সাথে থাকার অঙ্গীকার

বাংলার কথা NEWS 24X7
0
 


-:সম্পাদকীয়:-
ভিড়ে গা ভাসিয়ে নয়, আবার ভিড় কে উপেক্ষা করেও নয় । স্বতন্ত্র এক অনবদ্য হয়ে ওঠার প্রয়াস। এক প্রান্ত থেকে অপর প্রান্তে সর্বদাই ঘটে যাচ্ছে কোন না কোন ঘটনা।  আর, ঘটে চলা এই হাজারো ঘটনার মধ্যে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে খবর বেছে নেওয়াই একজন সাংবাদিকের প্রকৃত ধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে, চোখ পড়ে গণতন্ত্রের চতুর্থ শক্তিশালী স্তম্ভের দিকে। যা কিনা গণজ্ঞাপন বা চলতি ভাষায় বলতে গেলে মাস মিডিয়া হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমান যুগে, সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। সোশ্যাল মিডিয়াই এখন মাস মিডিয়ার নতুন আঙ্গিক বা ঘরানা, তা বলাই যায়। আগেকার মতন এখন  সম্মতি জানাতে গেলে ঘাড় নাড়িয়ে নয়, ব্যবহার করা হয় লাইক ও শেয়ার এর। ফাইভ-জি যুগের এ জায়গায় দাঁড়িয়ে ছবিও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তাই ক্যামেরার " ক্লিক " কথাটি আমাদের কাছে এখন অতি পরিচিত শব্দ। আর এহেন বার্তাই সার্থকতা লাভ করে পাবলিক " ভিউজ" এর উপর। তাই খবর বা নিউজ এর ক্ষেত্রে এখন এই দুটি শব্দ অঙ্গাঅঙ্গিক ভাবে জড়িয়ে পড়েছে। তাই সততা, দায় বদ্ধতা ও একনিষ্ঠতা কে মাথায় রেখে আগামী দিনের পথ সুস্পষ্ট করতে প্রস্ফুটিত হলো (" ক্লিক ভিউ নিউজ" ২৪ ঘন্টা ৭ দিন) এর। সকলের উৎসাহ ও সহযোগিতা আমাদের পাথেয়।আর আমাদের রইল - সর্বদা সাথে থাকার অঙ্গীকার।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!