প্রায় দুবছরের সমস্যা, সরকারী দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি। বাগদা হেলেঞ্চা বাজারে মাছ বাজারে ড্রেনের ময়লা জল বাজারে এসে জল থই থই।ব্যবসায়ী দের অভিযোগ প্রায় দুবছর ধরে একটু বৃষ্টি হলো ড্রেনের ময়লা জল
বাজারে ঢুকে অশ্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যার জেরে নানা শারীরিক
সমস্যার ভেতর পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি বাজার করতে আসা সাধারণ মানুষদের
পড়তে হচ্ছে সমস্যায়। একই সমস্যা পুনরাবৃত্তি ঘটার ফলে ক্ষুব্ধ হয়ে পরে ব্যাবসায়ীরা। ঘটনাস্থলে হেলেঞ্চা পঞ্চায়েতের প্রধান এসে তাদের আশ্বস্ত করে বলেন এই ড্রেনের কাজ খুব শীঘ্রই হবে । উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
ড্রেনের ময়লা জল মাছ বাজারে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঠিক না হলে বাজার বন্ধের হুমকি
March 18, 2019
0
Tags

