দেগঙ্গায় ভাইপোর হাতে বৃদ্ধ কাকা খুন।ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গার কলসূর পঞ্চায়েতের গোলদার পাড়ায়।মৃত কাকার নাম সাজ্জাক গোলদার(৬২)।আজ দুপুরে সাজ্জাক গোলদার বাড়িতে কল বসানোর জন্যে গর্ত খুরতে গেলে ভাইপো বাধা দিলে তর্ক বেধে যায় আর তা গড়ায় হাতাহাতিতে।আচমকা অভিযুক্ত ভাইপো তার বাবা এবং স্ত্রী লাঠি,বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে সাজ্জাক গোলদারকে।রক্তাক্ত সাজ্জাককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে পরে অবস্থার অবনতি হতে বারাসত সদর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয়।দেগঙ্গা থানায় অভিযুক্ত তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের।অভিযুক্তরা সকলেই পলাতক।এলাকায় উত্তেজনা।ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।
ভাইপোর হাতে খুন কাকা
March 24, 2019
0
দেগঙ্গায় ভাইপোর হাতে বৃদ্ধ কাকা খুন।ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গার কলসূর পঞ্চায়েতের গোলদার পাড়ায়।মৃত কাকার নাম সাজ্জাক গোলদার(৬২)।আজ দুপুরে সাজ্জাক গোলদার বাড়িতে কল বসানোর জন্যে গর্ত খুরতে গেলে ভাইপো বাধা দিলে তর্ক বেধে যায় আর তা গড়ায় হাতাহাতিতে।আচমকা অভিযুক্ত ভাইপো তার বাবা এবং স্ত্রী লাঠি,বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে সাজ্জাক গোলদারকে।রক্তাক্ত সাজ্জাককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে পরে অবস্থার অবনতি হতে বারাসত সদর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয়।দেগঙ্গা থানায় অভিযুক্ত তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের।অভিযুক্তরা সকলেই পলাতক।এলাকায় উত্তেজনা।ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ।
Tags

