পুরুলিয়াঃ গত তিনদিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর থানার চাঙ্গুড়ি গ্রামে।পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম ভবানী মাল (৩০)। বাড়ি রঘুনাথপুর থানার চাঙ্গুড়ি গ্রামে।জানা যায়,গত তিনদিন থেকে নিখোঁজ ছিল ভবানী মাল।পরিবারের লোকজনেরা চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাননি।
অবশেষে আজ সকালে হঠাৎ করেই গ্রামের এক পুকুরের মধ্যে তার মৃতদেহ ভেসে থাকতে দেখা পায় গ্রামের কয়েকজন বাসিন্দা।তৎক্ষনাত তারা সঙ্গে সঙ্গে গ্রামে খবর দেয়।খবর পেয়ে ছুটে আসে পুলিশও।পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান ময়নাতদন্তের জন্য।পরিবার লোকজনদের অভিযোগ,"কেও বা কারা ভবানী মালকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে।" যদিও ঘটনায় ইতিমধ্যেই জোরদার তদন্তে নেমেছে রঘুনাথপুর থানার পুলিশ।

