-->

আগ্নেয়াস্ত্র সহ তিন দুস্কৃতিকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ

বাংলার কথা NEWS 24X7
0


গোপন সূত্রে খবর পেয়ে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ।  পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আবু অসির মল্লিক,  আবু সালাম মণ্ডল, রাসুল ইসলাম। ধৃত দুই জন বনগাঁর ও রাসুল বাংলাদেশের বাসিন্দা।  তাদের মঙ্গলবার রাতে পেট্রাপোল থানার খলিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার কয়েছে একটি দেশি পিস্তল, কার্তুজ, গোজালি ও একটি রড়। তাদের আজ বনগাঁ মহাকুমা আদালতের তোলা হয়।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!