"অর্জুন সিং দলত্যাগ করলেও কি হবে, ওর সঙ্গে কেউ নেই এলাকায় । আজ পুরসভা তে মিটিং ডেকেছিল সব কাউন্সিলরদের কে নিয়ে । কিন্তু কেউ ওর ডাকে যায়নি। ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরর উন্নয়নের সঙ্গেই আছেন । এই উন্নয়নের পক্ষেই এবার লোকসভা নির্বাচনে মানুষ আমাদের দু হাত তুলে আশীর্বাদ করবেন। যার ফল স্বরূপ আমাদের জেলার পাঁচটি আসনেই আমরা জিতব। আর গোটা রাজ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে। ২৩ শে মে এর পর আমাদের যেসব গদ্দার রা দলত্যাগ করে চলে গেছে তারা কপাল চাপড়াবে। বিধাননগরের মেয়র তথা বিধায়ক সব্যসাচী দত্ত তৃনমূলেই আছেন। লোকসভা নির্বাচনে বিরোধীদের কে খুঁজে পাচ্ছি না "।----- বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া তে বসন্ত উৎসবের মিছিলে হেঁটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি মোড় পর্যন্ত এই মিছিল হয় ।
লোকসভা নির্বাচনে বিরোধীদের কে খুঁজে পাচ্ছি না " জ্যোতিপ্রিয় মল্লিক
March 20, 2019
0
"অর্জুন সিং দলত্যাগ করলেও কি হবে, ওর সঙ্গে কেউ নেই এলাকায় । আজ পুরসভা তে মিটিং ডেকেছিল সব কাউন্সিলরদের কে নিয়ে । কিন্তু কেউ ওর ডাকে যায়নি। ওখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়েরর উন্নয়নের সঙ্গেই আছেন । এই উন্নয়নের পক্ষেই এবার লোকসভা নির্বাচনে মানুষ আমাদের দু হাত তুলে আশীর্বাদ করবেন। যার ফল স্বরূপ আমাদের জেলার পাঁচটি আসনেই আমরা জিতব। আর গোটা রাজ্যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে। ২৩ শে মে এর পর আমাদের যেসব গদ্দার রা দলত্যাগ করে চলে গেছে তারা কপাল চাপড়াবে। বিধাননগরের মেয়র তথা বিধায়ক সব্যসাচী দত্ত তৃনমূলেই আছেন। লোকসভা নির্বাচনে বিরোধীদের কে খুঁজে পাচ্ছি না "।----- বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া তে বসন্ত উৎসবের মিছিলে হেঁটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি মোড় পর্যন্ত এই মিছিল হয় ।

