-->

হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ, গ্রেফতার বারাসাত মেডিকেলের চিকিৎসক

বাংলার কথা NEWS 24X7
0

বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করেছে তৃতীয় বর্ষের পিজিটি চিকিৎসক দীননাথ কুমার (৩২)-কে।


হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার এপেন্ডিক্স অপারেশনের প্রাথমিক চিকিৎসার সময়ই ওই নাবালিকাকে শ্রীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর নাবালিকা তার পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত দীননাথ কুমার বিহারের বাসিন্দা এবং বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থাকতেন বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে।পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাকে BNS 351(2)/74/76 এবং POCSO আইন 8 ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!