দক্ষিণ ২৪ পরগনা: ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর খুন। জয়নগর থানার মহিষমারি এলাকায় দুষ্কৃতীদের হামলায় মৃত স্থানীয় অনন্যা ইটভাটার মালিক জয়ন্ত মন্ডল (৪৭)। ইটভাটার কাজ শেষ করে উত্তর বারাসাতে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। পথেই ঘটে বিপত্তি।
![]() |
| নিহত জয়ন্ত মন্ডল |
স্থানীয় সূত্রে খবর, মহিষমারি এলাকায় আচমকাই কিছু দুষ্কৃতী জয়ন্তবাবুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর যায় জয়নগর থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় তদন্ত। এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই হামলার পিছনে, কেনই বা খুন — তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, আকস্মিক খুনে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

