ভারতে ক্রমবর্ধমান সাইবার অপরাধ রোধে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। National Institute of Electronics and Information Technology (NIELIT) ও Future Crime Research Foundation (FCRF)–এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে সাইবার অপরাধ গবেষণা, প্রশিক্ষণ ও নীতি প্রণয়নে নতুন যুগের সূচনা হতে চলেছে।
লখনউ-ভিত্তিক এই সংস্থা দীর্ঘদিন ধরে সাইবার অপরাধের নানা ধরণ, ডিজিটাল ফ্রড, র্যানসমওয়্যার আক্রমণ ও ডিপফেক শনাক্তকরণ নিয়ে কাজ করছে। এবার সরকারি সহযোগিতায় এই উদ্যোগকে জাতীয় স্তরে সম্প্রসারিত করা হচ্ছে।
NIELIT-এর চেয়ারম্যান জানান,
“ডিজিটাল ইন্ডিয়া যত বাড়ছে, তত বাড়ছে সাইবার ঝুঁকি। তাই আমাদের সাইবার সিকিউরিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা প্রয়োজন।”
এই উদ্যোগের অধীনে আগামী কয়েক মাসে বিভিন্ন রাজ্যে সাইবার সেফটি ট্রেনিং সেন্টার খোলা হবে, যেখানে ছাত্রছাত্রী ও পেশাদারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে কেন্দ্রীয় পর্যায়ে একটি ন্যাশনাল সাইবার থ্রেট রিপোর্ট প্রকাশেরও পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ ভারতকে এশিয়ার অন্যতম সাইবার-সুরক্ষিত দেশ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
