-->

তৃণমূলের “বিজয় সম্মেলনী” কর্মসূচিতে ভোটার তালিকা ইস্যুতে সরব দল

বাংলার কথা NEWS 24X7
0
তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে আজ ১০০টিরও বেশি স্থানে “বিজয় সম্মেলনী” কর্মসূচি পালন করছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভাগুলিতে মূলত ভোটার তালিকার SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় “ভোটারদের নাম অবৈধভাবে বাদ দেওয়ার” অভিযোগ তুলে ধরছে দল।
TMC সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন:
BJP ভোটার তালিকায় গোপনভাবে নাম বাদ দিচ্ছে। আমরা প্রতিটি ব্লকে গিয়ে জনগণকে সতর্ক করছি।”

 কর্মসূচি চলছে হুগলি, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, এবং মেদিনীপুরে।
প্রতিটি সভায় দলীয় নেতা-কর্মীরা দুর্গাপুজোর শুভেচ্ছার পাশাপাশি জনগণকে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে সচেতন করছেন।

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!