-->

দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান, সেলিম খানের ঘরে নতুন অতিথি

বাংলার কথা NEWS 24X7
0
বলিউডের খান পরিবারের ঘরে আবারও খুশির হাওয়া। দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। তাঁর স্ত্রী শূরা খান (Sshura Khan) সম্প্রতি মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর শূরা হাসপাতালে ভর্তি হন এবং ৫ অক্টোবর সকালবেলায় শিশুটির জন্ম হয়। মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

এই সুখবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। আরবাজের ছেলে অরহান খান, ভাই সোহেল খান ও পরিবারের অন্যান্য সদস্যদের হাসপাতালে দেখা গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

এটি আরবাজ খানের দ্বিতীয়বার পিতৃত্ব লাভ। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর ছেলে অরহান ইতিমধ্যেই প্রাপ্তবয়স্ক। নতুন কন্যাসন্তান আগমনে আবারও উচ্ছ্বাস দেখা দিয়েছে খান পরিবারে।

যদিও এখন পর্যন্ত আরবাজ বা শূরা খানের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বেশ কিছু নির্ভরযোগ্য সংবাদমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে, আনন্দবাজার, ও টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী খবরটি নিশ্চিত।

পরিবারের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, শূরা ও আরবাজ তাঁদের সন্তানের নাম এখনো ঠিক করেননি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে।

বলিউডপ্রেমীরা এখন অপেক্ষায় — খানের পরিবারের নতুন এই ছোট্ট অতিথির প্রথম ছবি কবে প্রকাশ পায়!

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Ok, Go it!